নিমতৌড়িতে গাড়ি দুর্ঘটনায় মৃত তিস্তা

পূর্ব মেদিনীপুরের হেঁড়িয়ার একটি কলেজ থেকে এমএড-এর ফাইনাল সার্টিফিকেট নিয়ে ফেরার সময় তমলুক থানার নিমতৌড়িতে ৪১ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল কলকাতা পুরসভার ৮৬ নম্বর ওয়ার্ডের বিজেপির কো অর্ডিনেটর তিস্তা বিশ্বাস দাসের। বুধবার রাত সাড়ে ৯টা নাগাদ ঘটনাটি ঘটে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন তাঁর স্বামী ও মেয়ে। স্থানীয় সূত্রে জানি গিয়েছে, নিমতৌড়িতে একটি লরি ব্রেকডাউন হয়। ওঁদের গাড়িটি দাঁড়িয়ে পড়লে পিছন থেকে একটি তেলের ট্যাঙ্কার দ্রুত গতিতে এসে ধাক্প্রাকা মারে। ঘটনাস্থলে দুমড়েমুচড়ে যায় তিস্তাদের গাড়িটি। স্থানীয়দের তৎপরতায় সকলকে উদ্ধার করে তমলুক জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসকেরা তিস্তাকে মৃত বলে ঘোষণা করেন। পরে তাঁর স্বামী ও মেয়েকে কলকাতায় স্থানান্তরিত করা হয়।