নয়ডায় ঘন কুয়াশার মধ্যে একটি নর্দমার বাউন্ডারিতে ধাক্কা লেগে গাড়ি গভীর খাদে পড়ে যাওয়ায় ২৭ বছর বয়সী এক সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মৃত্যু হয়েছে। এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনাটি শুক্রবার রাতে সেক্টর ১৫০-এর কাছে ঘটে, যখন ওই টেকনিশিয়ান যুবরাজ মেহতা কাজ থেকে বাড়ি ফিরছিলেন। ঘন কুয়াশা এবং রাস্তায় রিফ্লেক্টর না থাকার কারণে তাঁর গাড়িটি দু’টি নর্দমার মাঝের উঁচু বাঁধের সঙ্গে ধাক্কা খেয়ে জলে ভরা ৭০ ফুট গভীর একটি খাদে পড়ে যায়। পাশ দিয়ে যাওয়া কয়েকজন লোক মেহতার চিৎকার শুনে সাহায্যের চেষ্টা করেন, কিন্তু গাড়িটি পুরোপুরি ডুবে গিয়েছিল। ওই টেকনিশিয়ান তাঁর বাবা রাজকুমার মেহতাকে ফোন করে বলেন, “বাবা, আমি জলে ভরা একটি গভীর খাদে পড়ে গেছি। আমি ডুবে যাচ্ছি। দয়া করে এসে আমাকে বাঁচাও। আমি মরতে চাই না।” কয়েক মিনিটের মধ্যেই স্থানীয় পুলিশ, ডুবুরি এবং জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)-এর দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। মেহতার বাবাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। প্রায় পাঁচ ঘণ্টার উদ্ধার অভিযানের পর মেহতা এবং তার গাড়িটিকে খাদ থেকে তোলা হয়। তবে মেহতাকে মৃত ঘোষণা করা হয়।