নয়ডায় প্রেমিকের হাতে খুন প্রেমিকা, দু’জনেই বাংলার

নয়ডা পুলিশ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে যে তার প্রেমিকাকে খুন করে শহরের একটি অভিজাত এলাকায় তার দেহ ফেলে দিয়েছিল। পুলিশের মতে, ৬ নভেম্বর সেক্টর-৮২-এর কাছে একটি ড্রেনে মহিলার দেহ পাওয়া যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁর দেহ ড্রেন থেকে বের করে তদন্ত শুরু করে। জানা গিয়েছে যে নয়ডার একটি ড্রেনে মহিলার দেহ ফেলে দেওয়ার সময়, তার হাত এবং মাথা দানকৌরে নামক জায়গায় পাওয়া গিয়েছে। এরপর পুলিশ মৃতের শনাক্তকরণ শুরু করে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করার সঙ্গে সঙ্গে পুলিশ জানতে পারে যে সে বাস চালক হিসেবে কাজ করত এবং গাড়ির মধ্যেই মহিলাকে হত্যা করে। এও জানা গিয়েছে তারা দু’জনেই পশ্চিমবঙ্গের বাসিন্দা। তার মাথা, হাত কেটে ফেলা হয় খুনের পর। দেহ নয়দায় এবং মাথা ও হাত দানকৌরে ফেলে দেয়।