নির্মল মাঝিকে সরানো হল মেডিক্যাল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের পদ থেকে। রাজ্যে এসএসসিতে দুর্নীতি এমন পর্যায়ে পৌঁছেছে যে সামনে চলে এসেছে নেতা, মন্ত্রীদের নাম। প্রমানও হয়েছে। সিবিআইয়ের জেরার মুখে বেরিয়ে আসছে অনেক কিছুই। তাতে মুখ পুড়ছে রাজ্য সরকারেরই। তার মধ্যেই এই সিদ্ধান্ত রাজ্য থেকে বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি লাঘব করতেই বলে মনে করা হচ্ছে। বার বার বিতর্কে জড়িয়েছেন নির্মল। কিন্তু তাঁকে কেন সরানো হল তার ব্যাখ্যা পাওয়া যায়নি নবান্ন থেকে। তাঁর জায়গায় নতুন দায়িত্ব দেওয়া হয়েছে সুদীপ্ত রায়কে। তিনি শ্রীরামপুরের বিধায়ক। এছাড়া তিনি আরজি কর মেডিক্যাল কলেজেরও রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান। সঙ্গে হেলথ রিক্রুটমেন্ট বোর্ডেরও চেয়ারম্যান।