আইপিএল ২০২৫ আবার শুরু হতে চলেছে ১৭ মে থেকে। তার আগে বিদেশি প্লেয়ারদের নিয়ে সমস্যায় সব দল। অনেকেই ফিরে গিয়েছেন যে যাঁর দেশে। সেখান থেকে অনেকেই আর ভারতে ফিরতে নারাজ। একই সমস্যায় কেকেআরও। কেকেআর-এর তরফে জানানো হয়েছে, সকল খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফ ইতিমধ্যেই বেঙ্গালুরুতে পৌঁছে গিয়েছেন, তবে রোভম্যান পাওয়েল এবং মঈন আলি দলের সঙ্গে যোগ দেননি। পাওয়েল এবং আলি দু’জনেই চিকিৎসাগত কারণে ফিরে আসতে পারেননি। রোভম্যানের একটি অস্ত্রোপচার হবে, অন্যদিকে মঈন এবং তাঁর পরিবার ভাইরাল সংক্রমণের সমস্যায় ভুগছেন। যে কারণে তাঁদের আর দলের সঙ্গে যোগ দেওয়ার সম্ভাবনা নেই।