প্রত্যাশা ছিলই। সেই মতো পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান ঘোষণা করা হল মুকুল রায়কে। শুক্রবার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় মুকুলের নাম ঘোষণা করেন। ঘোষণা করে তিনি বলেন, ‘’৫৪ বছরের ইতিহাসে এই পদ সব সময়ই বিরোধীরা পেয়েছেন। তাই এবারও বিরোধীদের থেকেই মুকুল রায়কে করা হল।’’ তার পরই শুরু হয় বিজেপি বিধায়কদের বিক্ষোভ। শেষে ওয়াক আউট করেন তাঁরা। বেশ জটিল পরিস্থিতি। কৃষ্ণনগর উত্তর থেকে বিজেপির টিকিটেই বিধায়ক হন মুকুল রায়। কিন্তু ফল ঘোষণা হওয়ার কিছুদিনের মধ্যেই তিনি ফিরে যান তাঁর পুরনো দল তৃণমূলে কিন্তু বিধায়ক পদ ছাড়েননি। প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও।