পারিবারিক কারণে ইংল্যান্ড থেকে দেশে ফিরলেন গৌতম গম্ভীর

২০ জুন থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল। তার আগে শুক্রবার দেশে ফিরে এলেন দলের হেড কোচ গৌতম গম্ভীর। এদিন থেকেই আবার নিজেদের মধ্যে অনুশীলন ম্যাচ খেলবে ভারত। তবে সেদিনই পারিবারিক কারণে তড়িঘড়ি দেশে ফিরতে হল গম্ভীরকে। কিন্তু ঠিক কী পারিবারিক ইমার্জেন্সি তৈরি হয়েছে সেটা জানা যায়নি। অতীতেও একবার এমনটা ঘটেছিল বর্ডার-গাভাস্কার ট্রফির সময়। তখনও ট্যুরের মাঝে পারিবারিক কারণে তাঁকে দেশে ফিরতে হয়েছিল। ইংল্যান্ড সফরে দলের সিনিয়ররা যোগ দেওয়ার আগেই সেখানে পৌঁছে গিয়েছিলেন গম্ভীর। তাঁর লক্ষ্য ছিল দলের জুনিয়রদের মেপে নেওয়া। বিরাট কোহলি, রোহিত শর্মাকে ছাড়া ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ সহজ হবে না তা তিনি খুব ভাল করেই জানেন। এই পরিস্থিতিতে তিনি তাঁর সেরা দলই নামাতে চাইবেন।