ইপিএফ-এ সুদের হার বাড়ানোর কথা ঘোষণা করল কেন্দ্র সরকার। মঙ্গলবার এই ঘোষণায় জানানো হয় ২০২২-২৩-এ কর্মীরা ৮.১৫ শতাংশ হারে সুদ পাবেন। যা গত বছর কমিয়ে ৮.৫ থেকে করা হয়েছিল ৮.১। সেদিক থেকে দেখতে গেলে অনেকটাই বাড়ল। যদিও গত বছর সুদ কমিয়ে দেওয়ার ফলে যে ঘাটতি হয়েছিল তা মেটানো গেল না বলেই মনে করা হচ্ছে। ১৯৭৭-৭৮-এর পর গত বছরই সব থেকে কম ছিল সুদের হার। যা কর্মীদের পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না। তা নিয়ে কম ক্ষোভ তৈরি হয়নি। মনে করা হয়েছিল এবার অনেকটাই বাড়ানো হবে কিন্তু তেমনটা না হওয়ায় হতাশা থেকেই গেল।