পুজোয় বৃষ্টির পূর্বাভাস

বর্ষাকাল ঠিক কবে থেকে কবে তা ভুলতে বসেছে বাংলার মানুষ। না হলে অক্টোবরের শুরুতেই প্রবল বৃষ্টিতে ভাসছে গোটা বাংলা। বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গা পুজো কড়া নাড়ছে, কিন্তু বৃষ্টির বিরাম নেই। নতুন পূর্বাভাস, পুজোর মধ্যেও বৃষ্টিতে ভাসবে বাংলা। তাতে সংগঠক থেকে আমজনতা সকলের মাথায় হাত। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, অষ্টমী থেকে দশমী পর্যন্ত কলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাতে শুধু সপ্তমী। ঠাকুর দেখার আনন্দ কি তাহলে এক দিনেই তুলে নিতে হবে? আবহাওয়া অফিস জানাচ্ছে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনার কারণেই তৈরি হয়েছে বৃষ্টির পূর্বাভাস। ভাসতে পারে কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া ও হুগলির বিস্তির্ণ এল‌াকা। রক্ষা পেতে পারে উত্তরবঙ্গ।