পুজোয় মাঝরাত পর্যন্ত মেট্রো

পুজো মানেই ঠাকুর দর্শনে জেলা থেকে শহরমুখে ছোটা। একটা সময় ছিল চতুর্থী, পঞ্চমী থেকেই শুরু হয়ে যেত মন্ডপ দর্শন। কিন্তু কোভিড পরিস্থিতিতে এখন পুজো অনেকটাই নিয়ন্ত্রিত। তা বলে কী আর মানুষ ঠাকুর দেখবে না? তাই দর্শনার্থীদের কথা মাথায় রেখে পুজোর তিনদিন মেট্রো রেল মাঝরাত পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নেওয়া হল। তার সঙ্গে ১০ থেকে ২০ অক্টোবর পর্যন্ত রাজ্যের রাত্রিকালীন কার্ফুও তুলে নেওয়া হয়েছে। মন্ডপে ঢোকায় নিষেধাজ্ঞা থাকলেও রাস্তায়, রেস্টুরেন্টে যাওয়ায় কোনও বাধা নেই। সপ্তমী, অষ্টমী ও নবমীতে সকালে ১০টায় শুরু হবে মেট্রো চলাচল। আর শেষ মেট্রো দক্ষিণেশ্বর থেকে ১০.৪৮, দমদম ও কবি সুভাষ থেকে রাত ১১টা। বিকেল ৪টে থেকে রাত ৮টা পর্যন্ত ৬ মিনিট অন্তর মেট্রো চলবে।