প্রত্যাবর্তনে ব্যাট হাতে দারুণ সফল শ্রেয়াস আইয়ার

ভারতের তারকা ব্যাটার শ্রেয়াস আইয়ার প্রতিযোগিতামূলক ক্রিকেটে এক অসাধারণ প্রত্যাবর্তন করলেন মঙ্গলবার। এদিন জয়পুরের জয়পুরিয়া বিদ্যালয় মাঠে বিজয় হাজারে ট্রফি ২০২৫-২৬ টুর্নামেন্টে হিমাচল প্রদেশের বিপক্ষে তিনি ৫৩ বলে ৮২ রানের একটি সাবলীল ইনিংস খেলেন। অক্টোবর ২০২৫-এ অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে প্লীহায় আঘাত পাওয়ার পর দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়া শেষে এটি ছিল আইয়ারের পেশাদার ক্রিকেটে প্রত্যাবর্তন। ৩১ বছর বয়সী এই ক্রিকেটার দারুণভাবে নিজের প্রত্যাবর্তনকে জানান দিয়েছেন জাতীয় দলের জার্সি পরার আগেই। মুম্বইয়ের অধিনায়ক হিসেবে প্রত্যাবর্তনে তিনি এই বার্তাই দিয়েছেন, তাঁকে দলে ফিরিয়ে ভুল করেনি ভারতীয় সিনিয়র নির্বাচকরা। তাঁর এই দুর্দান্ত ইনিংস ১০টি চার ও তিনটি ছক্কায় সাজানো ছিল। আট ওভার শেষে মুম্বইয়ের ৫৫/২ অবস্থায় ব্যাট করতে নামেন আইয়ার, যখন যশস্বী জয়সওয়াল (১৮ বলে ১৫) এবং সরফরাজ খান (১০ বলে ২১) অল্প রানে আউট হয়ে গিয়েছিলেন।