প্রবল ঝড়-বৃষ্টি শহর ও শহরতলীতে

এ যেন প্রতিদি‌নেরই রুটিন হয়ে গিয়েছে। সারাদিন প্রচন্ড গরম শেষে বিকেল হতেই আকাশের মুখ ভাড় হতে শুরু করে। আর তার কিছুক্ষণের মধ্যেই তীব্র হাওয়া, প্রবল বাজ আর বিদ্যুৎ চমক সঙ্গে মেঘের গম্ভীর গর্জন। সঙ্গে চলে বৃষ্টি। গত তিন দিন ধরে ঠিক একই সময়ে প্রকৃতির এই রূপ দেখতে পাচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাসহ কলকাতা ও হাওড়া। শনিবার, রবিবারের পর এদিন সোমবারও সেই একই দৃশ্য দেখা গেল। সাড়ে চারটে বাজতেই দিনের আলো উধাও। সঙ্গে দমকা হাওয়া। সাকূল্যে সময়টা একঘণ্টা। তবে বৃষ্টি, ঝড় থেমে গেলেও মেঘের গর্জন চলে দীর্ঘক্ষণ। সারাদিনের ভয়ঙ্কর গরম থেকে সাময়িক মুক্তি মেলে বঙ্গবাসীর। তবে এদিন এই ঝড়, বৃষ্টিতে মৃত্যু হয়েছে ৭ জনের। তার মধ্যে একজন হুগলীর বাসিন্দা এবং বাকিরা মুর্শিদাবাদের বলে জানা গিয়েছে।