বিকেল ৫টায় প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণ

সোমবার বিকেল ৫টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশে করোনার সংক্রমণ এখন অনেকটাই কমের দিকে। ২৪ ঘণ্টায় সংক্রমণ নেমেছে ১ লাখে। মৃত্যুও কমছে। তবে এখনও পুরোপুরি স্বস্তির সময় আসেনি। সেই অবস্থায় এবার জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী কী বলবেন তা নিয়ে তৈরি হয়েছে উৎকণ্ঠা। তিনি ঠিক কী বিষয়ে ভাষণ দেবেন তা স্পষ্ট করে জানানো হয়নি। শুধু প্রধানমন্ত্রীর দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে তাঁর ভাষণের কথা। প্রথম ঢেউয়ের সময় নিয়মিত ভাষণ দিতেন তিনি। সচেতন করতেন মানুষকে। তা বিশ্বজুড়ে প্রশংসিতও হয়েছিল। তবে দ্বিতীয় ঢেউয়ে যেভাবে নাস্তানাবুদ অবস্থা হয়েছিল দেশের সেভাবে মোদীকে দেখা যায়নি। মনে করা হচ্ছে হয়তো কোভিড নিয়েই বার্তা দেবেন তিনি।