বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এম নাজমুল ইসলামকে অর্থ কমিটির প্রধান পদসহ তার সব দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে। সাবেক অধিনায়ক তামিম ইকবালকে ‘ভারতীয় এজেন্ট’ আখ্যা দিয়ে তাঁর দেওয়া মন্তব্যের জেরে ব্যাপক সমালোচনার মুখে বিসিবি একটি আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে এই সিদ্ধান্ত নিশ্চিত করেছে। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (সিডব্লিউএবি)-এর পক্ষ থেকে দেশব্যাপী সব ঘরোয়া ম্যাচ বয়কটের আহ্বানের পরিপ্রেক্ষিতে অনুষ্ঠিত এক জরুরি অনলাইন সভায় বোর্ড এই সিদ্ধান্ত নেয়।