আগ্রায় এক ব্যক্তির বিরুদ্ধে তার প্রেমিকাকে অফিসে ডেকে এনে খুন করার অভিযোগ উঠেছে। খুন করার পর সেই ব্যক্তি দেহটি টুকরো টুকরো করে একটি চটের বস্তায় ভরে যমুনা নদীতে ফেলে দিয়েছিল। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলেও পুলিশ জানিয়েছে। ২৪ জানুয়ারি পুলিশ মানবদেহের অঙ্গপ্রত্যঙ্গসহ একটি চটের বস্তা উদ্ধার করার পর ঘটনাটি প্রকাশ্যে আসে। এর আগের দিন, ওই মহিলা বাড়ি না ফেরায় তাঁর পরিবার নিখোঁজ ডায়েরি করেছিল। পুলিশ একাধিক দল গঠন করে এবং তাঁর শেষ গতিবিধি শনাক্ত করতে রাস্তা ও আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। ফুটেজে দেখা যায়, মৃত মহিলার সহকর্মী বিনয় নামের এক ব্যক্তি তার স্কুটারে করে একটি বস্তা নিয়ে যাচ্ছে। গাড়ির রেজিস্ট্রেশন নম্বর ধরে পুলিশ তাকে শনাক্ত করে এবং বস্তা উদ্ধারের কয়েক ঘণ্টার মধ্যেই তাকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে বিনয় স্বীকার করেছে যে, সে ওই মহিলার সঙ্গে সম্পর্কে ছিল এবং সে অন্য কারও সঙ্গে সম্পর্কে জড়িয়েছে এমন সন্দেহে তাদের মধ্যে ঝগড়া চলছিল। তার পরই সে ২৩ জানুয়ারি সেই মহিলাকে তার অফিসে ডাকে, সেখানেও দু’জনের মধ্যে ঝগড়া হয়, সেই সময়ই ঘটে এই খুনের ঘটনা।