প্রেমিকার পরিবারের হাতে খুন প্রেমিক: অভিযোগ

তেলেঙ্গানার সঙ্গারেড্ডি জেলায় বিয়ের বিষয়ে আলোচনার জন্য ডেকে পাঠানোর পর এক দ্বিতীয় বর্ষের ইঞ্জিনিয়ারিং ছাত্রকে তাঁর প্রেমিকার পরিবারের সদস্যরা পিটিয়ে খুন করেছে বলে অভিযোগ উঠেছে। এই সহিংস হামলায় ছাত্রটির মৃত্যু হয়, যা ওই তরুণীর পরিবারের পক্ষ থেকে একাধিক সতর্কবার্তা এবং তাদের সম্পর্কের প্রতি বিরোধিতার জের ধরে ঘটেছে বলে জানা গিয়েছে। নিহত ছাত্র, জ্যোতি শ্রাবণ সাই, মাইসামাগুডার সেন্ট পিটার্স ইঞ্জিনিয়ারিং কলেজের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের বি.টেক শিক্ষার্থী ছিলেন। পড়াশোনার জন্য তিনি কুতুবুল্লাপুরে একটি ভাড়া করা ঘরে থাকতেন আমিনপুর সার্কেল ইন্সপেক্টর নরেশের দেওয়া তথ্য অনুযায়ী, শ্রাবণ বীরামগুডার ইসুকাবাবির বাসিন্দা ১৯ বছর বয়সী শ্রীজার সঙ্গে সম্পর্কে ছিলেন। তাদের এই সম্পর্কটি শ্রীজার পরিবারের বিরোধিতার সম্মুখীন হয়েছিল, যারা অতীতে ছেলেটিকে একাধিকবার সতর্ক করেছিল। শেষ পর্যন্ত খুন করার অভিযোগ উঠছে মেয়েটির পরিবারের বিরুদ্ধে।