২৩ মে শনিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা মুকুল দেব। কিছুদিন ধরে অসুস্থ থাকায় তিনি আইসিইউতে ছিলেন। ৫৪ বছর বয়সী এই অভিনেতার ভাই রাহুল দেবও একজন জনপ্রিয় অভিনেতা। ‘সন অফ সর্দার’ ছবিতে মুকুলের সঙ্গে কাজ করা বিন্দু দারা সিং ইন্ডিয়া সোশ্যাল মিডিয়ায় এই খবর নিশ্চিত করেছেন। পরে তিনি সংবাদ মাধ্যমের কাছে দুঃখ প্রকাশ করে বলেছেন, “তার বাবা-মায়ের মৃত্যুর পর, মুকুল নিজেকে লোকচক্ষুর আড়ালেই রেখেছিলেন। এমনকি তিনি ঘর থেকে বেরতেন না, কারও সাথে দেখাও করতেন না। গত কয়েকদিন ধরে তার স্বাস্থ্যের অবনতি ঘটে এবং তিনি হাসপাতালে ছিলেন। তার ভাই এবং তাকে যারা চিনতেন এবং ভালোবাসতেন তাদের সকলের প্রতি আমার সমবেদনা। তিনি একজন অসাধারণ মানুষ ছিলেন এবং আমরা সকলেই তাকে মিস করব,” বিন্দু দারা সিং বলেন।