প্রয়াত পরিচালক প্রদীপ সরকার

প্রয়াত হলেন বলিউডের বিখ্যাত বাঙালি পরিচালক প্রদীপ সরকার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। বেশ কয়েকদিন ধরেই ভর্তি ছিলেন হাসপাতালে। কিডনির সমস্যায় ভুগছিলেন। চলছিল ডায়ালিসিস। কিন্তু শরীর বেশি খারাপ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার ভোররাত সাড়ে তিনটে নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরিচালক হনসল মেহতা টুইট করে প্রথম এই খবর দেন। পরিণীতা ছবি দিয়ে হিন্দি সিনেমার দুনিয়ায় সাড়া ফেলে দিয়েছিলেন এই বাঙালি পরিচালক। অতীতে তিনি অ্যাড ফিল্ম করেছেন প্রচুর। তবে ফিচার ফিল্মের মঞ্চে শুরুতেই বড় সাফল্য আসে পরিণীতা থেকে। তার পর বেশ কিছু ছবির মধ্যে অন্যতম, লগা চুনরি মে দাগ। নটি বিনোদিনী করার কথা ছিল কিন্তু আপাতত বলা মুশকিল সেটা আদৌ কবে হবে বা কে করবেন। এদিন বিকেল চারটে নাগাদ শেষকৃত্য হবে পরিচালকের।