গরমে নাজেহাল অবস্থা পুরো বঙ্গের। ফ্যানের হাওয়া যেন গরম হলকা। কোনওভাবেই স্বস্তি পাওয়া যাচ্ছে না। তিন, চারবার স্নান করেও স্বস্তি মিলছে না। আর রাস্তায় বেরতে হলে তো কথাই নেই। যে কোনও সময় সান স্ট্রোকের সম্ভাবনা তো থাকছেই। তবে আশার কথা শোনাচ্ছে আবহাওয়া দফতর। এই সপ্তাহেই হতে পারে ঝড়-বৃষ্টি। আগেই জানানো হয়েছিল, এই ভ্যাপসা গরম চলবে মঙ্গলবার পর্যন্ত। রবিবারই কলকাতার তাপমাত্রা ৪০ ছুঁয়েছে। সেই অবস্থায় একমাত্র ভরসা বৃষ্টি। দুই ২৪ পরগনা, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং পূর্ব মেদিনীপুরের কোনও কোনও জায়গায় বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে। তবে পুরো বাংলা কবে ঠান্ডা হবে তা নিয়ে কোনও নিশ্চয়তা নেই এখনও।