বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল রাজধানী এক্সপ্রেস

সদ্য কলকাতা ও দিল্লির সঙ্গে রেল পথে যুক্ত হয়েছে মিজোরাম। মিজোরামের সাইরাং থেকে দিল্লি পর্যন্ত চলছে রাজধানী এক্সপ্রেস। শনিবার ভোররাতে অসমের হোজাইয়ের কাছে দুর্ঘটনার কবলে পড়ে এই ট্রেনটি। সাইরাং থেকে দিল্লি যাওয়ার পথে রাত সোয়া দুটো নাগাদ লাইনের উপর চলে আসে হাতির দল। কিন্তু তীব্র গতিতে ছুটে আসা ট্রেন গতি নিয়ন্ত্রণ করতে পারেনি। যার ফলে সজোড়ে ধাক্কা মারে হাতির দলের গায়ে। যাতে সাতটি হাতি মারা যায়। আর গতি আর ধাক্কার ফলে লাইন থেকে ছিটকে পড়ে রাজধানীর পাঁচটি বগি। তবে হতাহতের কোনও খবর নেই। গুয়াহাটি থেকে ১২৮ কিলোমিটার দূরে যেখানে এই ঘটনা ঘটেছে সেটি কোনও ভাবেই এলিফ্যান্ট করিডোর হিসেবে পরিচিত নয়। তাহলে কোথা থেকে এল এই হাতির দল সেটাই প্রশ্ন।