বদলি সমীর ওয়াংখেড়ের

আরিয়ান খান মাদককাণ্ডে জড়িত, এই মর্মে তাঁকে মুম্বইয়ের এক বিলাসবহূল ক্রুজ থেকে গ্রেফতার করেছিলেন এনসিবি অফিসার সমীর ওয়াংখেড়ে। দু’সপ্তাহ জেলেও থাকতে হয়েছিল শাহরুখপুত্রকে। কিন্তু তার পর থেকেই সিনেমার মতই ঘুরে যায় সব কিছু। মাদক কারবারী এবং বলিউডের ত্রাস হয়ে ওঠা সমীরের বিরুদ্ধেই উঠতে শুরু করে একের পর এক অভিযোগ। শেষ পর্যন্ত তাঁকে মুম্বই থেকে বদলি করা হল চেন্নাইয়ে। সম্প্রতি মাদক মামলায় ক্লিনচিট দেওয়া হয়েছে আরিয়ান-সহ ৫ জনকে। তারপরই ওয়াংখেড়ের বিরুদ্ধে ভুল তদন্তের অভিযোগ ওঠে। প্রশ্ন উঠছে তাঁর অভিসন্ধি নিয়েও। সেই প্রশ্নের উত্তর খুঁজছে সিট।