বন্ডি বিচ হামলায় জড়িত ভারতের সাজিদ

তেলেঙ্গানা পুলিশ মঙ্গলবার জানিয়েছে, সিডনির বন্ডি বিচে গোলাগুলির ঘটনায় জড়িত হামলাকারীদের একজন সাজিদ আক্রম মূলত হায়দরাবাদের বাসিন্দা ছিলেন এবং ১৯৯৮ সালে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান। সাজিদ তার ছেলে নাভেদ আক্রমকে সঙ্গে নিয়ে রবিবার হানুক্কা উদযাপনকারী ইহুদিদের লক্ষ্য করে ১৫ জন বেসামরিক নাগরিককে হত্যা করে। সাজিদ ভারতীয় পাসপোর্টধারী হলেও তার ছেলে অস্ট্রেলিয়ার নাগরিক। পুলিশের গুলিতে সাজিদ নিহত হয়েছে এবং নাভেদ গুলিবিদ্ধ হয়ে গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তেলেঙ্গানা পুলিশের ডিজিপির কার্যালয় থেকে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাজিদ ও নাভেদের উগ্রপন্থী হয়ে ওঠার পেছনে যে কারণগুলো কাজ করেছে, সেগুলোর সঙ্গে ভারত বা তেলেঙ্গানার কোনও স্থানীয় প্রভাবের কোনও সম্পর্ক আছে বলে মনে হয় না। সাজিদের সঙ্গে তাঁর ভারতীয় পরিবার সব সম্পর্ক ছিন্ন করেছিল সে খ্রীস্টানকে বিয়ে করায়।