২২ বছরের সোশ্যাল যোগাযোগের মাধ্যমের ইতি হতে চলেছে আগামী সোমবার থেকে। এমনটাই জানিয়ে দিয়েছে মাইক্রোসফট। একটা সময় স্কাইপ-ই ছিল গোটা বিশ্বের সঙ্গে যোগাযোগ রাখার এক ও অন্যতম মাধ্যম। কিন্তু সব কিছুরই একটা শেষ আছে। সেভাবেই শেষ হতে চলেছে স্কাইপের যাত্রাও। ঠিক যে ভাবে একদিন বন্ধ হয়ে গিয়েছিল অরকূট। এখন ভিডিও কলিংয়ের অনেক বিকল্প রয়েছে। মানুষ তা ব্যবহারেই অনেকবেশি স্বচ্ছ্বন্দ। তাই প্রয়োজন ফুরিয়েছে স্কাইপের।