বাংলাদেশে খুন হিন্দু যুবক

দীপু দাসের পর বাংলাদেশে আবারও খুন এক হিন্দু যুবক। বৃহস্পতিবার স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, ২৯ বছর বয়সী অমৃত মণ্ডল ওরফে সম্রাটকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রাজধানী ঢাকা থেকে সাড়ে তিন ঘণ্টার দূরত্বে রাজবাড়ির পাংশা উপজেলা এলাকায়। রাত ১১টা লাগাদ ঘটনাটি ঘটে বুধবার। ডেইলি স্টারের খবর অনুযায়ী, ‘সম্রাট বাহিনী’ গ্যাংয়ের নেতা ছিল অমৃত। গত বছর শেখ হাসিনা সরকারের পতনের পরই দেশে ছেড়ে পালিয়ে গিয়েছিল মৃত অমৃত। সম্প্রতি সে দেশে ফিরেছিল। জানা যাচ্ছে, বুধবার রাতে তার গ্যাংয়ের আরও কয়েকজনকে সঙ্গে করে গ্রামের এক বাড়িতে লুঠপাটের উদ্দেশে গিয়েছিল এই ব্যক্তি। তবে গ্রামের লোকেরা তাদের ধরে ফেলে এবং পিটিয়ে খুন করে অমৃত মণ্ডলকে। দলের বাকিরা পালিয়ে যেতে সমর্থ হয়।