ইনকিলাব মঞ্চের মুখপাত্র উসমান হাদির হত্যাকাণ্ডের জেরে সৃষ্ট সহিংসতার মধ্যেই বাংলাদেশ আবারও উত্তপ্ত হয়ে উঠেছে বেশ কয়েকদিন ধরেই। যার জেরে এদিনও সেখানে গুলি চালানোর ঘটনা ঘটে। অজ্ঞাত বন্দুকধারীরা ছাত্র-নেতৃত্বাধীন ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) একজন সিনিয়র নেতার ওপর হামলা চালায়। বাংলাদেশি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এনসিপি-র শ্রমিক সংগঠনের একজন কেন্দ্রীয় নেতা মহম্মদ মোতালেব সিকদারকে খুলনা জেলায় গুলি করা হয়েছে। বাংলাদেশের দৈনিক প্রথম আলো জানিয়েছে, ঘটনাটি সোমবার সকাল ১১টা ৪৫ মিনিটের দিকে শহরের সোনাডাঙ্গা এলাকার একটি বাড়িতে ঘটে। এনসিপি-র খুলনা মহানগর ইউনিটের একজন সংগঠক সইফ নওয়াজ ওই সংবাদপত্রকে জানিয়েছেন যে, সিকদার এনসিপি-র শ্রমিক শাখা জাতীয় শ্রমিক শক্তির একজন কেন্দ্রীয় সংগঠক এবং খুলনা বিভাগীয় আহ্বায়ক।