বাংলাদেশে হিন্দু ব্যবসায়ীকে খুনে গ্রেফতার তিন

নিউইয়ারের আগের রাতে শরীয়তপুর জেলায় এক হিন্দু ব্যবসায়ী খোকন চন্দ্র দাসের হত্যাকাণ্ডের ঘটনায় বাংলাদেশ পুলিশ তিন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে। পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে খোকন দাস তাঁর আঘাতের কারণেই মারা যান। তাঁর উপর মাস অ্যাটাক হয় বলে জানা গিয়েছে। যেখানে তাঁকে মারধর, ছুরি দিয়ে আঘাত ও তাঁর গায়ে আগুন লাগিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। বাংলাদেশের র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) জানিয়েছে, তারা একটি বিশেষ অভিযানে কিশোরগঞ্জ জেলা থেকে তিন সন্দেহভাজন—সোহাগ খান (২৭), রাব্বি মোল্লা (২১) এবং পলাশ সর্দারকে (২৫) গ্রেফতার করেছে। আরও জানানো হয়েছে, তদন্তের সময় সন্দেহভাজনদের শনাক্ত করা হয় এবং তাদের খুঁজে বের করার জন্য বিশেষ দল গঠন করা হয়েছিল।