বাংলায় কথা বললেই অত্যাচারের প্রতিবাদে রাস্তায় তৃণমূল

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার প্রবল বৃষ্টির মধ্যেই বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলাভাষী মানুষের উপর অত্যাচারের অভিযোগের প্রতিবাদে কলকাতায় একটি বিশাল প্রতিবাদ মিছিলকে সামনে থেকে নেতৃত্ব দেন। কলকাতার প্রাণকেন্দ্রে আয়োজিত এই প্রতিবাদ মিছিলে যোগ দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের সকল শীর্ষ নেতারা । টানা বৃষ্টির মধ্যে যেখানে তৃণমূল সুপ্রিমো এবং অন্যান্য নেতারা হাঁটেন, সেই ৩ কিলোমিটার এলাকা জুড়ে “বিজেপি, ছি ছি” স্লোগানে ছেয়ে যায়। প্রায় ১,৫০০ পুলিশ কর্মী পুরো এলাকা ঘিরে রেখেছিল। সমাবেশের পর, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ভাষণে কেন্দ্রকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন তাঁকে ডিটেনশন ক্যাম্পে রাখা হোক। “আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি আরও বাংলায় কথা বলব। আমাকে ডিটেনশন ক্যাম্পে রাখো। বিজেপি খেলবে। অপেক্ষা করো,” তিনি বলেন। ওড়িশায় অভিবাসী শ্রমিকদের আটক, ভাষাগত প্রোফাইলিং এবং দিল্লিতে উচ্ছেদ অভিযানের খবর তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে সর্বশেষ উত্তেজনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। বাংলায় কথা বললেই তাঁদের বাংলাদেশী আখ্যা দেওয়ার প্রতিবাদেই এদিন রাস্তায় নেমেছে তৃণমূল।