বিদর্ভের বোলার অক্ষয় কার্নেওয়ার সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে রেকর্ড করে ফেললেন। সোমবার তাঁর দল ১৬৭ রানে হারিয়ে দেয় মণিপুরকে। সেই ম্যাচে এবং পুরো টুর্নামেন্টেই দারুণ ফর্মে রয়েছেন অক্ষয়। আর সেই ফর্মেই ভেঙে ফেলেছেন টি২০-র বিশ্ব রেকর্ড। এই ম্যাচে তিনি একটিও রান হজম করেননি। তাঁর বোলিং ফিগার এরকম, ৪-৪-০-২। প্রথম ক্রিকেটার হিসেবে পুরুষদের ক্রিকেটে চারটি ওভারই মেডেন সেকরলেন তিনি। সেই ফর্ম ধরে রাখলেন পরের ম্যাচেও। মঙ্গলবার সিকিমের বিরুদ্ধে বল হাতে করে ফেললেন হ্যাটট্রিক। সেই ম্যাচে তাঁর বোলিং ফিগার ৪-১-৫-৪। সেই ম্যাচও তাঁর দল ১৩০ রানে জিতে নিল।