বিমান দুর্ঘটনায় এখনও পর্যন্ত ন’জনের ডিএনএ ম্যাচ

দেখতে দেখতে কেটে গিয়েছে দু’দিন। সপ্তাহের শুরুতে আহমেদাবাদে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনা ইতিমধ্যেই ভারতের সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে। যেখানে কমপক্ষে ২৭৪ জনের মৃত্যু হয়েছে। জানা যাচ্ছে নিহতদের মধ্যে এআই ১৭১ বিমানের যাত্রী ও ক্রু সদস্যরা ছাড়াও বিমানের আছড়ে পড়ার জায়গায় কতজন ছিল তার এখনও হিসেব বহির্ভূত। তাঁর থেকেও বড় প্রতিবন্ধকতা যেটা দেখা দিয়েছে সেটা হল, দেহগুলো এতটাই ঝলসে গিয়েছে যে শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা ছাড়া আর কোনও উপায় নেই। আহমেদাবাদ সিভিল হাসপাতালে ইতিমধ্যেই দুর্ঘটনায় মৃত নয় জনের ডিএনএ নমুনা মিলেছে, এবং একজনের মৃতদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।