বর্ডার-গাভাস্কার ট্রফির দ্বিতীয় টেস্ট তি দিনে শেষ হয়েছে গত রবিবার। রবিবারই দেশে ফিরে গেলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। এখনও দুটো টেস্ট ছাড়াও বাকি ওডিআই সিরিজ। ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে জানানো হয়েছে পারিবারিক অসুস্থতার কারণে রবিবারই তিনি সিডনির বিমান ধরেছেন। তবে, বোর্ডের তরফে জানানো হয়েছে, তৃতীয় টেস্টের আগে কামিন্স দলের সঙ্গে যোগ দিতে পারেন। তৃতীয় টেস্ট শুরু হবে ১ মার্চ থেকে ইন্দোরে। ১৭ মার্চ থেকে শুরু হবে তিন ম্যাচের ওডিআই সিরিজ। অস্ট্রেলিয়ার দুই দলেরই অধিনায়ক প্যাট কামিনেস।