আলিপুর আবহাওয়া দফতরের খবর অনুযায়ী বুধবারই ঠান্ডা হতে চলেছে বঙ্গ। এদিন থেকেই বাংলার বিভিন্ন অংশে শুরু হবে বৃষ্টি। হরিয়ানা, রাজস্থান, অসম এবং উত্তর বাংলাদেশে সক্রিয় ঘূর্ণাবর্ত রয়েছে। পূর্ব মধ্য আরব সাগর ও কর্ণাটক উপকূলে ২১ মে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। এই ঘূর্ণাবর্ত ২২ মে নিম্নচাপে পরিণত হবে। তারপর এটি উত্তরমুখী হয়ে আরও শক্তি সঞ্চয় করে বুধবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা তৈরি করবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি ঝড়-বৃষ্টি চলবে আগামী কয়েকদিন। তবে তাতে নাকি তাপমাত্রার বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় গরমের সঙ্গে আর্দ্রতাজনিত সমস্যা থেকেই যাবে। উত্তরবঙ্গে কোচবিহার, উত্তর দিনাজপুর এবং দার্জিলিং থেকে মালদহ, সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার চলবে। ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে রয়েছে। উত্তরবঙ্গ ঠান্ডা বলেও দক্ষিণবঙ্গ কতটা ঠান্ডা হবে তা নিয়ে সন্দেহ রয়েছেই।