বৌদির কাটা মুন্ডু নিয়ে থানায় দেওর

আম পাড়া নিয়ে বচসা আর তার জেরেই বৌদির গলায় ধারালো অস্ত্র দিয়ে কোঁপ বসাল দেওর। সেখানেই থেমে যায়নি সেই ব্যক্তি। এর পর এক হাতে সেই কাটা মুন্ডু ও অন্য হাতে সেই রক্তমাথা ধারালো অস্ত্র নিয়ে এলাকায় তাকে ঘুরতে দেখা যায়। যা দেখে রীতিমতো শিউড়ে ওঠে এলাকার লোকজন। অভিযুক্ত বিমল মণ্ডল নিজেই থানায় পৌঁছনোর চেষ্টা করেন । যদিও তার আগেই স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ এসে বিমলকে আটক করেছে। কেন তিনি এই ঘটনা ঘটালেন, সে মানসিকভাবে অসুস্থ কিনা— সব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই তদন্তে নেমেছে স্থানীয় পুলিশ। দিনের আলোয় এমন নৃশংস ঘটনার পর প্রশ্ন উঠছে পরিবারের মহিলাদের নিরাপত্তা নিয়েও।