ভাল্লুক আতঙ্কে জলপাইগুড়ি

এটাই প্রথম নয়। কিছুদিন আগেই ভাল্লুকের পায়ের ছাপ দেখা গিয়েছিল আবারও সেই একই দৃশ্য দেখা গেল। জলপাইগুড়ির ডেঙ্গুয়াঝাড় চা বাগান লাগোয়া গ্রাম এখন রীতিমতো আতঙ্কে রয়েছে। এলাকায় মাঝে মাঝেই দেখা যাচ্ছে অজানা জন্তুর পায়ের ছাপ। যা কিনা অনেকটা ভাল্লুকের মতই দেখতে। যে কারণে ধরে নেওয়া হচ্ছে হয়তো ভাল্লুকই ঢুকছে গ্রামে। গত সপ্তাহে এই একই পায়ের ছাপ দেখা গিয়েছিল শহরের তিস্তা উদ্যানে। নিরাপত্তার কথা ভেবে চা বাগানের কাজ বন্ধ রাখা হয়েছে। এক্ষেত্রে একটি প্রাণীও দেখতে পেয়েছে বাগানের চৌকিদার ও শ্রমিকরা। যাকে অনেকটা ভাল্লুকের মতই দেখতে। বনদফতরকে খবর দেওয়া হয়ে শুরু হয় তল্লাশি তবে কিছু পাওয়া যায়নি।