Vaccine-এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছে

করোনা Vaccine হয়তো আর কাজ করবে না। ওমিক্রন ভ্যারিয়েন্ট যে ভাবে ছড়িয়ে পড়ছে তার পর টিকার কার্যকারিতা নিয়ে ক্রমশ সংশয় বাড়ছে। কোভিড টাস্ক ফোর্স চিফ ডঃ ভিকে পল মঙ্গলবার বলেন, ভারতে এমন টিকা প্রয়োজন যা প্রতিনিয়ত বদলে যাওয়া নতুন নতুন রূপের সঙ্গে লড়াই করতে সক্ষম হবে। তিনি আরও বলেন, করোনাভাইরাস ভারতে এই সময় শেষের দিকে। যা আগামীতে সংক্রমণের পরিমাণ কম থেকে মাঝামাঝি পর্যায়ে থাকবে। তবে ভাবাচ্ছে দেশে বাড়তে থাকা ওমিক্রন সংক্রমণ। মহারাষ্ট্র, রাজস্থান, দিল্লি, কর্নাটকের মতো রাজ্যে ইতিমধ্যেই প্রবেশ করেছে ওমিক্রন।