এনসিপি প্রধান এবং মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের ব্যবহৃত একটি বিমান বারামতি বিমানবন্দরে জরুরি অবতরণের চেষ্টার সময় ভেঙে পড়ায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। অজিত পাওয়ার বিমানটিতে ছিলেন কিনা তা স্পষ্ট নয়, তবে খবরে বলা হয়েছে যে চারটি গুরুত্বপূর্ণ জনসভায় যোগ দিতে তাঁর আজ বারামতিতে যাওয়ার কথা ছিল। ঘটনাস্থলের ভিডিওতে আগুন ও ধোঁয়া, বিমানের দুমড়েমুচড়ে যাওয়া ধ্বংসাবশেষ এবং আহতদের অ্যাম্বুলেন্সে করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যেতে দেখা গিয়েছে। কী কারণে জরুরি অবতরণের চেষ্টা করা হয়েছিল, সে সম্পর্কে আরও বিস্তারিত তথ্য দ্রুত পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। মুম্বই থেকে বিমানটি ওড়ার এক ঘণ্টা পর সকাল ৯টার দিকে এই ঘটনাটি ঘটে। স্থানীয় সংস্থা নির্বাচনের আগে জনসভাগুলোতে ভাষণ দিতে এনসিপি প্রধানের বারামতি যাওয়ার কথা ছিল। স্থানীয় সূত্র জানিয়েছে, আহতরা গুরুতর আঘাত পেয়েছেন। তবে ইতিমধ্যেই মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের স্ত্রী সুনেত্রা এবং ছেলে পার্থ, নেতার তুতো বোন সুপ্রিয়া সুলের সঙ্গে দিল্লি থেকে বারামতির উদ্দেশে রওনা হচ্ছেন। তাতেই মনে হচ্ছে ওই বিমানে তিনি ছিলেন।