‘মন্থা’র প্রভাবে আবার বৃষ্টির ভ্রুকূটি বঙ্গে

এই বছরটা দেশ জুড়ে এত বৃষ্টি হয়েছে যে সর্বত্র বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, বৃষ্টিতে ভেসেছে দেশের বিভিন্ন অংশ। বর্ষাকাল শেষ হয়ে গেলেও বৃষ্টি কমেনি। পুজোর পর সাময়িক বৃষ্টি কমলেও আবার পূর্বাভাস রয়েছে। সোমবার থেকেই মেঘলা আকাশ থাকবে, মঙ্গলবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যা চলবে বৃহস্পতিবারও। মঙ্গলবার সন্ধে থেকে বুধবার ভোরের মধ্যে অন্ধ্র উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‘‘মন্থা’। দূর্গাপুজোয় বৃষ্টি হলেও তা খুব একটা প্রভাব ফেলেনি। তবে ছট ও জগদ্ধাত্রী পুজো বৃষ্টিতে ভাসবে। শুক্রবারও উত্তরবঙ্গের বিভিন্ন অংশে বৃষ্টই চলবে বলে জানানো হয়েছে। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর থেকে কলকাতা শহর প্রায় পুরো সপ্তাহটাই বৃষ্টিতে ভিজবে। মৎসজীবীদের এই সময় সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।