মাধ্যমিকের সম্ভাব্য প্রথম অদৃত সরকার (রায়গঞ্জ করোনেশন হাইস্কুল)-এর প্রাপ্ত নম্বর – ৬৯৬ (৯৯.৪৩ শতাংশ)। এর পর দ্বিতীয় স্থানে রয়েছেন অনুভব বিশ্বাস (রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির), সৌম্য পাল (বিষ্ণুপুর হাইস্কুল)। তাঁদের প্রাপ্ত নম্বর – ৬৯৪ (৯৯.১৪ শতাংশ)। তৃতীয় ঈশানী চক্রবর্তী (কোতুলপুর সরোজবাসিনী বালিকা বিদ্যালয়)-এর প্রাপ্ত নম্বর – ৬৯৩ (৯৯ শতাংশ)। চতুর্থ মহম্মদ সেলিম (পূর্ব বর্ধমান নীরোল হাইস্কুল), সুপ্রতীক মান্না (কাঁথি ইনস্টিটিউশন)-এর প্রাপ্ত নম্বর – ৬৯২ (৯৯.৮৬ শতাংশ)। পঞ্চম স্থানে রয়েছেন সিঞ্চন নন্দী (গৌরহাটি হরদাস ইনস্টিটিউশন), চৌধুরী মহম্মদ আসিফ (কামারপুকুর রামকৃষ্ণ মিশন মাল্টিপারপাস স্কুল), বিশ্বজিৎ ঘোষ (ইটাচুনা শ্রীনারায়ণ ইনস্টিটিউশন), সৌমিত্র করণ (নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন)-এর প্রাপ্ত নম্বর – ৬৯১ (৯৮.৭১ শতাংশ)।