মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে আটক ভারতীয় মার্চেন্ট নেভি অফিসার

হিমাচল প্রদেশের কাংড়ার বাসিন্দা ২৬ বছর বয়সী এক মার্চেন্ট নেভি অফিসার, যিনি উত্তর আটলান্টিক মহাসাগরে একটি রুশ পতাকাবাহী তেল ট্যাঙ্কার মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক আটক করার পর আটক হওয়া তিন ভারতীয়ের মধ্যে একজন, আগামী ১৯ ফেব্রুয়ারি তাঁর বিয়ের কথা রয়েছে বলে তাঁর পরিবার জানিয়েছে। রক্ষিত চৌহান গত বছরের ১ অগস্ট মার্চেন্ট নেভিতে যোগ দেন এবং মেরিনেরা নামের একটি রুশ পতাকাবাহী ট্যাঙ্কারে (যা পূর্বে বেলা ১ নামে পরিচিত ছিল) তাঁর প্রথম সমুদ্রযাত্রা করছিলেন, যখন গত ৭ জানুয়ারি মার্কিন কর্তৃপক্ষ জাহাজটিকে আটক করে। পালামপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রক্ষিতের শোকার্ত মা রীতা দেবী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের কাছে জরুরি কূটনৈতিক হস্তক্ষেপের জন্য আবেদন জানিয়েছেন।