প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার নভি মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দর (এনএমআইএ)-এর প্রথম ধাপের উদ্বোধন করলেন বুধবার, যা প্রায় ১৯,৬৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি ঐতিহাসিক গ্রিনফিল্ড প্রকল্প। ১,১৬০ হেক্টর জুড়ে বিস্তৃত এই নতুন বিমানবন্দরটি ভারতের বিমান চলাচলের ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে এবং মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরের উপর থেকে চাপ কমাবে। আনুষ্ঠানিক উদ্বোধনের আগে, প্রধানমন্ত্রী নবনির্মিত বিমান বন্দরটি ঘুরে দেখেন। নভি মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধনের পর এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, “এখন মুম্বইতে একটি নতুন বিমানবন্দর রয়েছে, যা এশিয়ার বৃহত্তম সংযোগ কেন্দ্র হবে। নভি মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দর এমন একটি প্রকল্প যা ‘বিকশিত ভারত’কে প্রতিফলিত করে… এই নতুন বিমানবন্দরের মাধ্যমে, মহারাষ্ট্র মধ্যপ্রাচ্য এবং ইউরোপের বাজারের সঙ্গে সংযুক্ত হবে। এটি এই অঞ্চলে বিনিয়োগ এবং নতুন ব্যবসাকে আকৃষ্ট করবে।’’