মেদিনীপুর মেডিক্যালের স্যালাইন কাণ্ডে আরও এক মৃত্যু

মেদিনীপুর মেডিক্যালের স্যালাইন কাণ্ডে মৃত্যু আরও এক প্রসূতির। কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি ছিলেন ওই প্রসূতি। চলতি বছরের ৪ জানুয়ারি, মেদিনীপুর মেডিক্যালে পাঁচ সন্তানের জন্ম দেন পাঁচ প্রসূতি। রেখা সাউ, মামণি রুইদাস, মাম্পি সিং, মিনারা বিবি এবং নাসরিন খাতুন নামে এই পাঁচ প্রসূতি সন্তান জন্মের পরই অসুস্থ হয়ে পড়েন। প্রায় সঙ্গে সঙ্গেই মৃত্যু হয় মামণির। বাকি চারজনের অবস্থা ক্রমশ ক্রমশ খারাপ হতে থাকে। রেখা সুস্থ হয়ে বাড়ি ফিরলেও মাম্পি, মিনারা এবং নাসরিনকে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার পর মাম্পি, মিনারা সুস্থ হয়ে যান। তবে একটানা প্রায় চারমাস হাসপাতালে থাকার পরও বাড়ি ফেরা হল না নাসরিনের। অভিযোগ, মেয়াদোত্তীর্ণ রিঙ্গার্স ল্যাকটেট স্যালাইনে অসুস্থ হয়ে পড়েন তাঁরা।