‘মেয়েকে চিনতে পারছি না’

ওড়িশার বালাসোর জেলায় নিজের কলেজের সামনে গায়ে আগুন দেওয়া ২২ বছর বয়সী ছাত্রীর বাবা জানিয়েছেন যে তাঁর মেয়ের অবস্থা আশঙ্কাজনক এবং তিনি এতটাই পুড়ে গিয়েছেন যে তিনি তাঁকে চিনতে পারছেন না। “ও লাইফ সাপোর্টে আছে। ডাক্তার আমাকে বলেছেন যে তার শরীরের ৯৫ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে,” ভুবনেশ্বরের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (AIIMS) -এর সামনে দাঁড়িয়ে সেই ছাত্রীর বাবা বলেন, যেখানে তার মেয়ের চিকিৎসা চলছে। “আমি আজ ওকে দেখতে গিয়েছিলাম। আমি আমার মেয়েকে চিনতে পারছি না।”

ফকির মোহন অটোনোমাস কলেজের ইন্টিগ্রেটেড ব্যাচেলর অফ এডুকেশন (B.Ed) প্রোগ্রামের ছাত্রী তাঁর মেয়ে, তাঁর বিভাগীয় প্রধানের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগে নিষ্ক্রিয়তার প্রতিবাদে আত্মহত্যার চেষ্টা করেন। অভিযুক্ত সমীর কুমার সাহুকে গ্রেফতার করা হয়েছে। ১ জুলাই কলেজের অভ্যন্তরীণ অভিযোগ কমিটির কাছে সাহুর বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ দায়ের করে ওই ছাত্রী সঙ্গে এও অভিযোগ করেন যে তাঁর অ্যাকাডেমিক রেকর্ড নষ্ট করার হুমকিও দেওয়া হয়েছিল তাঁকে। তাঁর পরিবারের দাবি, পরবর্তীতে কলেজ প্রশাসনের ভেতর থেকে অভিযোগ প্রত্যাহারের জন্য তাঁকে চাপ দেওয়া হয়েছিল।