প্রত্যাশা মতোই মোহনবাগানের সচিব পদে বসলেন সৃঞ্জয় বোস। পরিকল্পনা অনুযায়ী এর পর দেবাশিষ দত্তকে সভাপতি পদে বেছে নেওয়াই হবে।
একনজরে মোহনবাগানের কমিটি
সচিব – সৃঞ্জয় বোস
সহ সচিব – সত্যজিৎ চট্টোপাধ্যায়
কোষাধ্যক্ষ – সন্দীপন বন্দ্যোপাধ্যায়
অর্থ সচিব – সুরজিৎ বসু
মাঠ সচিব – শাশ্বত বসু
ফুটবল সচিব – স্বপন বন্দ্যোপাধ্যায়
ক্রিকেট সচিব – সম্রাট ভৌমিক
হকি সচিব-শ্যামল মিত্র
অ্যাথলেটিক্স সচিব – পিন্টু বিশ্বাস
টেনিস সচিব – সিদ্ধার্থ রায়
যুব ফুটবল সচিব – শিল্টন পাল
কার্যকরী কমিটির সদস্য
মুকুল সিনহা, সোহিনী মিত্র চৌবে, সোমেশ্বর বাগুই, কাশীনাথ দাস, দেবপ্রসাদ মুখোপাধ্যায়, সুদীপ্ত ঘোষ, দেবজ্যোতি বসু, রঞ্জন বসু, পার্থজিৎ দাস, সঞ্জয় মজুমদার, অনুপম সাহু।