ম্যাচ ফিক্সিং এর অভিযোগের তদন্তে বেনজির পদক্ষেপ কলকাতা পুলিশের। তদন্তে নেমে আকাশ দাস ও রাহুল সাহা নামে দুই ফুটবল কর্তা কে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। আইএফএ অনুরোধে তদন্তে নেমে এই পদক্ষেপের জন্য কলকাতা পুলিশকে ধন্যবাদ জানায় আইএফএ। সোমবার আইএফএ অফিসে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে আইএফএ কর্তারা এ বিষয়ে আন্তরিক ধন্যবাদ জানান কলকাতা পুলিশকে। আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলেন, সারা দেশের মধ্যে কলকাতা পুলিশই প্রথম এ বিষয়ে গ্রেফতারির মতো নজির স্থাপন করেছে। যে সব ক্লাব এই কাজে জড়িত প্রমাণিত হলে তাদের বিষয়টি শৃঙ্খলারক্ষা কমিটির কাছে পাঠানো হবে বলেও তিনি জানান। তিনি এও মনে করেন এটা হিম শৈলের চূড়া মাত্র।আগামী দিনে আরো তথ্য সামনে আসবে । তবে এই গ্রেফতারির কারণে কলকাতা লিগের ফলাফলের ওপর কোনও প্রভাব পড়বেনা বলে তিনি জানান। সাংবাদিক সম্মেলনে সচিব ছাড়াও সভাপতি অজিত বন্দোপাধ্যায়, কোষাধ্যক্ষ সুফল রঞ্জন গিরি, সহ সভাপতি সৌরভ পাল,স্বরূপ বিশ্বাস, দিলীপ নারায়ন সাহা, সহ সচিব রাকেশ ঝাঁ, মহম্মদ জামাল, সুদেষ্ণা মুখার্জী উপস্থিত ছিলেন।