অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্ব শনিবারই যুবভারতী কান্ডের তদন্ত কমিটি গঠন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই তদন্ত কমিটির বিরুদ্ধে হাইকোর্টে আরও দুটো জনস্বার্থ মামলা দায়ের হল সোমবার। তাদের দাবি সঠিক তদন্তের জন্য দুটো পৃথক কমিটি তৈরি করা হোক। মুখ্যমন্ত্রীর তৈরি তদন্ত কমিটিতে আরও রয়েছেন মুখ্যসচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তীর মতো নামও। যেহেতু এই কমিটি রাজ্য সরকারের তৈরি তাতে নিরপেক্ষ তদন্ত হবে না বলেই মনে করছেন অনেকে। আদালতকেই পৃথক তদন্ত কমিটি গঠনের আর্জি জানানো হয়েছে। এই দুটো মামলাকেই অনুমোদন দিয়েছে আদালত। যার শুনানি হতে পারে আগামী সপ্তাহে। ব্যক্তিগতভাবে আরও একজন মামলা দায়ের করেছেন। তিনিও আদালতের নজরদারীতে তদন্ত চেয়েছেন এবং টিকিটের টাকা ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন।