রাজস্থানে একটি বাসে আগুনে জীবন্ত দগ্ধ ১৯

মঙ্গলবার বিকেলে রাজস্থানের জয়সলমীর থেকে যোধপুরগামী একটি বেসরকারি বাসে আগুন লেগে ১৯ জনের জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যুর কথা জানিয়েছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ৫৭ জন যাত্রী নিয়ে বাসটি বিকেল ৩টার দিকে জয়সলমীর ছেড়ে যায়। জয়সলমীর-যোধপুর মহাসড়কে, পিছনের অংশ থেকে ধোঁয়া বের হতে থাকে। চালক রাস্তার পাশে বাসটি থামিয়ে দেন, কিন্তু কিছুক্ষণের মধ্যেই আগুন গাড়িটিকে গ্রাস করে ফেলে। স্থানীয়রা এবং পথচারীরা ঘটনাস্থলে ছুটে যান এবং উদ্ধার কাজে সহায়তা করেন। দমকল ও পুলিশকে খবর দেওয়া হয়। প্রাথমিকভাবে মনে হচ্ছে শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছে। দুঃখজনকভাবে, দুর্ঘটনাগ্রস্ত বাসটি মাত্র পাঁচ দিন আগে কেনা হয়েছিল বলে জানা গিয়েছে।