রাজৌরিতে সেনার উপর হামলা

মঙ্গলবার রাজৌরি জেলায় জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশনস গ্রুপ (SOG) ইউনিটের একটি দলকে লক্ষ্য করে গুলি চালায় সন্ত্রাসীরা। তবে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। সন্ধ্যা ৭:২০ নাগাদ কোটেরানকা এলাকায় ১০-১৫টি গুলির শব্দ শোনা যায়। SOG যখন এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছিল, তখন সন্ত্রাসীরা তাদের উপর গুলি চালায়। যে এলাকায় গুলি চালানো হয়েছে সেখানে ভারতীয় সেনাবাহিনীর একটি বিদ্রোহ-বিরোধী ইউনিট ৪৩ রাষ্ট্রীয় রাইফেলস মোতায়েন রয়েছে।