রিয়াল মাদ্রিদের প্রধান কোচ কার্লো আনচেলত্তি মরসুমের শেষে ক্লাব ছেড়ে যোগ দেবেন ব্রাজিলের ম্যানেজার হিসেবে। মরসুমের শেষ এল ক্লাসিকোতে এফসি বার্সেলোনার কাছে রিয়াল মাদ্রিদের পরাজয়ের পর স্প্যানিশ মিডিয়া এই খবরকে ব্যাপকভাবে তুলে এনেছে। রবিবার রিয়াল ৩-৪ গোলে হারের মুখ দেখে চিরশত্রু বার্সার কাছে, যার ফলে এই মরসুমে লা লিগা শিরোপা জয়ের আশা শেষ হয়ে গিয়েছে রিয়েলের। ২০২১ থেকে ক্লাবের দায়িত্বে থাকা আনচেলত্তি ব্রাজিলে যোগ দিতে চলেছেন খবরের পাশাপাশি স্প্যানিশ মিডিয়া আরও জানিয়েছে যে ক্লাব কিংবদন্তি জাবি আলোনসো, যিনি মরসুমের শেষে বায়ার লেভারকুসেন ছেড়ে রিয়েলের পরবর্তী ম্যানেজার হতে চলেছেন।