শনিবার সকালে ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া

ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া। শনিবার রাশিয়ার দূরপ্রাচ্যের কামচাটকা উপকূলে ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.৪, মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক সংস্থার (ইউএসজিএস) তরফে জানানো হয়েছে। প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র (PTWC) অনুসারে ভূমিকম্পের কারণে সুনামির কোনও ঝুঁকি নেই। ইউএসজিএস জানিয়েছে যে ভূমিকম্পটি কামচাটকা অঞ্চলের প্রশাসনিক কেন্দ্র পেট্রোপাভলভস্ক-কামচাটস্কির রাশিয়ান শহর থেকে ১১১ কিলোমিটার (৬৯ মাইল) পূর্বে ৩৯.৫ কিলোমিটার গভীরে আঘাত হানে। হতাহতের কোনও খবর এখনও পাওয়া যায়নি।