শহরে আবার আগুন, এবার সেক্টর ফাইভে

শুক্রবার দুপুর ২টো নাগাদ সেক্টর ফাইভের টেকনোপলিসের কাছে একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটে। আগুন লাগার সঙ্গে সঙ্গে পর পর বিস্ফোরণের শব্দও শোনা যায়। মুহূর্তেই ছড়িয়ে পড়ে সেই আগুন। কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। আতঙ্ক ছড়ায়। তড়িঘড়ি সেখানে পৌঁছয় দমকলবাহিনী। আটটি দমকলের ইঞ্জিন আগুন নেভানোর কাজে নামে। পৌঁছন দমকল মন্ত্রী সুজিত বসুও।