গত কয়েকদিনের কলকাতা শহর, শহরতলী ও জেলার বিভিন্ন জায়গায় ঝড়-বৃষ্টি হয়েছে। কিন্তু বৃষ্টি থামতেই জাঁকিয়ে পড়েছে গরম। সকাল থেকেই রীতিমতো রোদের দাপট। সঙ্গে প্যাচ প্যাচে ঘাম ফিরে এসেছে। তবে স্বস্তি দিচ্ছে আবহাওয়া দফতর। জানানো হচ্ছে, আবার বদলাতে চলেছে আবহাওয়া। গরম কমে আবার আসছে বৃষ্টি। আর সেটা আসছে মঙ্গলবার থেকেই। মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার আকাশ মেঘলা থাকবে এবং ঝড়-বৃষ্টিও হবে। মঙ্গল কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তার প্রভাব পড়বে জেলাতেও। সেই তালিকায় যেমন কলকাতা, হাওড়া রয়েছে তেমনই রয়েছে হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ। এক কথায় পুরো রাজ্য জুড়েই বদলাবে আবহাওয়া।